বিনোদন

জন্মদিনে গুগলের ডুডলে রোজী আফসারীকে স্মরণ

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১১:০৭ পূর্বাহ্ন

চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন রোজী আফসারী। যিনি রোজী সামাদ নামেও পরিচিত। আসলে তার প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। আজ এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন। ১৯৪৬ সালের এই দিনে বাংলা ও উর্দু চলচ্চিত্রের এই গুনী মুখের আগমন। আর দিনটিকে স্মরণীয় করে দিল ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। রোজী আফসারীর ৭৩তম জন্মদিনে গুগল তার স্মরণে প্রকাশ করল ডুডল। তিনি ১৯৬৪ সালে ‘এইতো জীবন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। তিনি ‘লাঠিয়াল’ (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল-‘জীবন থেকে নেয়া’(১৯৭০), ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩), ‘সূর্য সংগ্রাম’ (১৯৭৪), ‘সূর্যগ্রহণ’ (১৯৭৬), ‘অশিক্ষিত’ (১৯৭৮), ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ও ‘এই ঘর এই সংসার’ (১৯৯৬)। ১৯৮৬ সালে ‘আশা নিরাশা’ চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়। রোজী ১৯৪৯ সালের ২৩ শে এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৭ সালের ৯ই মার্চ কিডনিজনিত রোগে ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন রোজী আফসারী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status