দেশ বিদেশ

বৃটিশ পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বৃটিশ পররাষ্ট্র সচিব স্যার সিমোন ম্যাকডোনাল্ড ঢাকা আসছেন আজ। বাংলাদেশ ও বৃটেনের মধ্যে ঢাকায় অনুষ্ঠেয় পার্টনারশিপ ডায়ালগে নেতৃত্ব দেবেন তিনি। কাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই ডায়ালগ শেষে রাজধানীতে একটি বক্তৃতা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের পারমানেন্ট আন্ডার সেক্রেটারী স্যার সিমোন ম্যাকডোনাল্ডের বাংলাদেশ সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ তিনি এমন সময় ঢাকা আসছেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া বেক্সিট প্রশ্নে গোটা বৃটেনের রাজনীতি উত্তাল। অবশ্য ঢাকা বিষয়টিকে দেখছে অন্যভাবে। সেগুনবাগিচা মনে করে ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ যে খুবই গুরুত্বপূর্ণ, সেটি বৃটেনের প্রভাবশালী ওই কর্মকর্তার সফরে আরেকদফা প্রমাণিত হলো। তিনি ২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন। সাধারণত বৃটেনের এত বড় ডেলিগেশন কখনো ঢাকার কোন বৈঠকে নিকট অতীতে আসেনি। ঢাকার কর্মকর্তারা বলছেন, সেখানে বিস্তৃত পরিসরে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। নিরাপত্তা বিশেষত এভিয়েশন সিকিউরিটিতে বৃটেনের ফোকাস থাকবে। গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ও বৃটেনের পক্ষ থেকে আলোচনায় গুরুত্ব পাবে বলে সূত্রের দাবি।  সঙ্গত কারণেই ঢাকার ফোকাসে থাকবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়টি। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানেও বৃটেনের সহযোগিতা চাইবে ঢাকা। উল্লেখ্য, বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক উন্নয়নশীল ‘জায়ান্ট’ হিসেবে অভিহিত করেছেন ঢাকায় নবনিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। তিনি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ‘রাজনৈতিক অংশীদারিত্ব’ প্রতিষ্ঠার আগ্রহও ব্যক্ত করেছেন। রাজধানীর এক হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত সংলাপে বৃটিশ দূত গত সপ্তাহে এসব কথা বলেন। তাছাড়া বাংলাদেশ সফরকারী বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীও প্রায় অভিন্ন ভাষায় বাংলাদেশের গুরুত্বের কথা বলে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status