অনলাইন

রাঙামাটিতে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

রাঙামাটি প্রতিনিধি

২২ এপ্রিল ২০১৯, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

রাঙামাটির কাউখালীতে প্রথম শ্রেণীর ৫ বছর ৭ মাস বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত গোপাল কৃঞ্চ দাশ নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে উপজেলা সদরের সকলেই যখন মসজিদের এবাদতে মগ্ন, সেই সময়  নির্জনতার সুযোগ নিয়ে গোপাল কৃঞ্চ এ ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানিয়েছে, কাউখালীর পোয়া পাড়া এলাকায় উষা আর্টের পরিচালক গোপাল কৃঞ্চ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তারই দোকানের পাশের এক বাসিন্দার কন্যা শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে পোয়াপাড়ার ইয়াছিন মার্কেটের নিচতলায় নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায় গোপাল। ঘটনাস্থলেই লাগানো সিসিটিভি ক্যামেরায় বিষয়টি রেকর্ড হয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভির ফুটেজটি স্থানীয় কয়েকজনের নজরে আসলে গোপালের কুকর্মের বিষয়টি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা শিশুটির পিতাকে নিয়ে কাউখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গোপালের বাড়ি ঘিরে রাখে। পড়ে কাউখালী থানার এসআই হাসানের নেতৃত্বে এএসআই খোরশেদ, এএসআই জলিল, এএসআই নজরুলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গোপালকে আটক করে থানায় নিয়ে আসে।

রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুপি উল্লাহ আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা এই ধরনের ঘটনার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে নিয়েছি। দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, গোপালের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো শিশুকে যৌন নীপিড়নের অভিযোগ রয়েছে। গত এক মাস আগেও গোপাল অন্য আরেকটি শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা চালিয়েছিলো। সে সময় তাকে কাউখালী থানা পুলিশ আটকও করেছিলো। কিন্তু স্থানীয় প্রভাবশালী এক ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতার প্রভাবে তাকে ছাড়িয়ে নেয়া হয়েছিলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status