বিনোদন

নিউ ইয়র্কে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’

স্টাফ রিপোর্টার

২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। আগামী ১৩ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কের জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এ সর্ববৃহৎ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন তারকার সঙ্গে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, শাকিব খান, ইমন, বুবলী, বাপ্পি চৌধুরীসহ অনেকে। ডিপজল বলেন, এরইমধ্যে আয়োজক কমিটির সঙ্গে আমার কথা চূড়ান্ত হয়েছে। এই শোতে উপস্থিত থাকব আমি। শাকিব খান ও বুবলী এই উৎসবে যোগ দিবেন। এবারের উৎসবে আরো অংশ নিবেন নিরব, সাইমন সাদিক, মাহিয়া মাহি, মৌসুমী হামিদ, নবাগতা রাজ রিপা, তমা মির্জা, দেবাশীস বিশ্বাস, শান্তা জাহান, হৃদি শেখ, লুইপাসহ অনেকেই। অনুষ্ঠানে সর্বমোট ২২টি ক্যাটাগরিতে ২০১৭-১৮ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গুলোকে পুরস্কৃত করা হবে। বাংলাদেশের বিএনএস লজিস্টিকস্‌ এবং আমেরিকার ব্যাকডিস ইনকরপোরেশন, নিউ ইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। জুরি বোর্ডে রয়েছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি এবং কবির বকুল। এই আয়োজন বিষয়ে বিএনএস লজিস্টিকস্‌ এর চেয়ারম্যান আসগর হোসেন খান বাবু বলেন, আমরা সর্বদা বাংলাদেশ ও বাংলাদেশি চলচ্চিত্রগুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে চাই। এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শোর বিস্তারিত জানানো হবে। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা এবং সিটিএফএম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status