খেলা

নারী অবমাননার যে শাস্তি পেলেন রাহুল-পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৬:২৫ পূর্বাহ্ন

জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ নারী আর যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল-হার্দিক পান্ডিয়া। এ কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে তাদের। পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে বিচারকাজ ঠিকই চলতে থাকে। আজ রাহুল-পান্ডিয়াদের শাস্তি দিয়েছে আদালত। বেশ অভিনব শাস্তি। দু’জনকে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকা জরিমানা দিতে হবে। তবে সেটি দাতব্য প্রতিষ্ঠানে।

প্রথম কিস্তিতে পান্ডিয়া-রাহুল দু’জনকেই ১০ লাখ রুপি করে এককালীন অনুদান দিতে হবে ভারতের অন্ধ ক্রিকেটারদের জন্য গঠিত ফান্ডে। দ্বিতীয় কিস্তিতে ১০ লাখ করে মোট ২০ লাখ রুপি দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া সেনাসদস্যদের পরিবারের পুনর্বাসনের জন্য গঠিত ফান্ডে প্রদান করবেন তারা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ সপ্তাহের মধ্যে রাহুল-পান্ডিয়া জমিরানা দিতে ব্যর্থ হলে তাদের ম্যাচ ফি  থেকে কেটে নেয়া হবে সমপরিমাণ অর্থ। যা বিসিসিআইয়ের মাধ্যমে আদায় করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status