বিনোদন

কানে ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চুড়ান্ত

বিনোদন ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৪:১৬ পূর্বাহ্ন

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র জেতে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র। তবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির নির্মাতাকেও দেওয়া হয় স্বর্ণ পাম। ৭২তম এই আসরে এই পুরস্কারের জন্য লড়তে জমা পড়েছিল ৪ হাজার ২৪০টি চলচ্চিত্র। নির্বাচক কমিটি সব দেখে সেরা ১১টি চলচ্চিত্র চূড়ান্ত করেছে। ১১টির মধ্যে স্বাগতিক দেশ ফ্রান্সের একক দুটি ও যৌথ প্রযোজিত দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি আছে এই তালিকায়। এর মধ্যে রয়েছে ৯টি কাহিনিচিত্র, একটি প্রামাণ্যচিত্র ও একটি অ্যানিমেশন। ফ্রান্সের সঙ্গে যৌথ প্রযোজনায় আছে আলবেনিয়া ও গ্রিস। আর্জেন্টিনার স্বল্পদৈর্ঘ্য ছবি আছে দুটি। ইসরায়েল একটি একক ও আরেকটি ছবি ইউক্রেন ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রযোজনা করেছে। এছাড়া ফিনল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্রের একটি করে ছবি জায়গা  পেয়েছে। এগুলোর দৈর্ঘ্য ১৪-১৫ মিনিট।
৭২তম কান উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য ছবির তালিকা
* দ্য ভ্যান (এরেনিক বেকিরি)
* আনা (ডিকেল বেরেনসন)
* দ্য জাম্প (ভ্যানেসা দুমো ও নিকোলা দেবনেল)
* দ্য ডিসট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভ্যাসিলিস কেকাটস)
* অল ইনক্লুসিভ (তিমু নিক্কি)
* হু টকস (এলিন ওভারগার্ড)
* অ্যান্ড দেন দ্য বিয়ার (আনিয়েস প্যাট্রন)
* বাটারফ্লাইস (ইয়োনা রোজেনকিয়ার)
* মনস্টার টক (অগাস্তিনা স্যান মার্টিন)
* হোয়াইট ইকো (ক্লোয়ি সেভিনি)
* দ্য ন্যাপ (ফেদেরিকো লিই টাশেলা)
এদিকে সিনেফঁদাসোর ২২তম আসর বসতে যাচ্ছে কানসৈকতে। এ বিভাগে এবার জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ছোট দৈর্ঘ্যের ২ হাজার ছবি। সেগুলো থেকে সেরা ১৭টি ছবি বেছে নিয়েছে আয়োজকরা। এর মধ্যে ১৪টি কাহিনিচিত্র ও তিনটি অ্যানিমেটেড ছবি। ছয়টি স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার কানের টিকিট পেলেন। এছাড়া ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি করে ফিল্ম স্কুল আর ফিলিস্তিন, ইসরায়েল, বেলজিয়াম, চেক রিপাবলিক, রাশিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া ও পোল্যান্ডের একটি করে ছবি নির্বাচিত হয়েছে সিনেফঁদাসোতে। আগামী ২৩ শে  মে সিনেফঁদাসোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেবেন তিনি। এরপর ২৫শে মে সমাপনী আয়োজনে তার হাত থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম গ্রহণ করবেন বিজয়ী নির্মাতা। আগামী ১৪ই মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। দক্ষিণ ফরাসি উপকূলের শহরে উৎসব চলবে ২৫শে মে পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status