বাংলারজমিন

বন্দরে ডিশ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

বন্দরে এক বিধবা গৃহপরিচারিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে  ডিশ ব্যবসায়ী বশিরউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায়  বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী গৃহপরিচারিকা ধর্ষিতা নারী। ডিশ ব্যবসায়ী বশিরউদ্দিন  লক্ষণখোলা এলাকার  বাসিন্দা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। এ মামলায় বশিরের বন্ধু জামানকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৬নং ওয়ার্ড লক্ষণখোলা এলাকায় বশিরউদ্দিন ও গৃহপরিচারিকা বিধবা নারী বসবাস করেন। বশিরউদ্দিন ওরফে ডিশ বশিরের বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো ওই বিধবা নারী। ২০১১ সালের জানুয়ারির শেষে এক রাতে বাসায় ডেকে নিয়ে গৃহপরিচারিকাকে জোর পূর্বক ধর্ষণ করে বশির। এ ঘটনা প্রকাশ না করার শর্তে বিয়ের প্রলোভন দেখান। মানসম্মানের ভয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে। পরে বিধবা নারী গর্ভবতী হয়ে পড়লে বশির কয়েকবার সন্তান নষ্ট করার চেষ্টা করে। এরপর পুত্র সন্তান জন্ম হয়।
স্ত্রী ও সন্তানের বাবা হিসেবে স্বীকার করে নেবেন বশির। পরবর্তীতে সন্তান ও স্ত্রীর মর্যাদা প্রদানের প্রলোভনে গত ৬ বছর যাবৎ ধর্ষণ করে যাচ্ছে বশির। ২০১৮ সালের ১৪ই জানুয়ারি মীমাংসার কথা বলে গৃহপরিচারিকাকে বাসায় ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে বশিরের বন্ধু জামান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী বিধবা নারী দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত এবং  লোকমুখের কটূক্তি শুনে  নিরুপায় হয়ে মামলা করতে যান বন্দর থানায়। কিন্তু  থানায় মামলা গ্রহণ না করায় অবশেষে আদালতে একটি মামলা করেন।      
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status