দেশ বিদেশ

ভুলে বিজেপিকে ভোট অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন ভোটার

মানবজমিন ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

বিভিন্ন ধাপে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলায় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। সেখানে ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে এক ভোটার ভুলে বিজেপিকে ভোট দিয়ে দেয়। এতে অনুতপ্ত হয়ে তিনি নিজের আঙুলই কেটে ফেলেছেন। তিনি জানিয়েছেন তার পছন্দের দল ছিল বহুজন সমাজ পার্টি। কিন্তু তার ভোট এখন পাচ্ছে অপছন্দের দল বিজেপি। ওই যুবকের নাম পবন কুমার। দলিত সমপ্রদায়ের বিজেপি বিরোধী পবন বেশ উৎসাহ নিয়ে স্থানীয় শিকারপুরের হালসানা ভোটকেন্দ্রে যান ভোট দিতে। তবে ইভিএম মেশিনে আগে ব্যবহার না করায় ভোট দেয়ার সময় ভুল করে ফেলেন পবন। পছন্দের প্রতীক হাতির বদলে সেখানে থাকা বিজেপির পদ্ম প্রতীকে ভোট দিয়ে দেন তিনি। ফলে যোগেশ ভার্মার পরিবর্তে ভোটটি পেয়ে যান বিজেপি প্রার্থী ভোলা সিং। ভুল বুঝতে সময় লাগেনি পবনের। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাই রাগে ক্ষোভে বাড়ি ফিরে নিজের আঙুলই কেটে ফেলেন তিনি। বা হাতের যে আঙুল দিয়ে বোতাম টিপেছিলেন সেটিকেই কাস্তে দিয়ে কাটেন তিনি। এটি আবার নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন পবন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
তবে কেউ কেউ দাবি করছে, অনুতাপ নয় বরঞ্চ রাজনৈতিক চাপেই এ কাজ করতে বাধ্য হয়েছেন পবন। এ নিয়ে সেখানে চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status