বাংলারজমিন

পাকুন্দিয়ায় মাঠ সহকারীদের বাইসাইকেল প্রদান

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাত মাঠ সহকারীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বাইবাইকেল প্রদান করা হয়। তারা হলেন- সুরাইয়া আক্তার, লিজা আক্তার, আছমা খাতুন, তানজিনা আফরোজ, মোহাম্মদ এনামুল হক, মোরাদ হোসাইন রানা ও খায়রুল ইসলাম। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ-সহকারীদের প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান। এসময় পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status