দেশ বিদেশ

শুরু হচ্ছে ফ্যাশনলজি সামিট

অর্থনৈতিক রিপোর্টার

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএইড, ডেনমার্ক দূতাবাস, জার্মান করপোরেশন, জিআইজেড ও সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, এটুআই, আইসিটি ডিভিশন, পোশাক ব্রান্ড এইচঅ্যান্ডএম ও হিগ ইনডেক্সের সহযোগিতায় ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ফ্যাশনলজি সামিটের দ্বিতীয় আসর। আগামী ২রা মে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তৈরি পোশাকে নতুন প্রযুক্তির সংযোজনের সম্ভাবনা তুলে ধরাই হবে এই আয়োজনের মূল ফোকাস। সামিটের আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন সামিটের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বে ফ্যাশনলজির ধারণাটি অনেকটা নতুন। এ ধরনের স্মার্ট পোশাকের বিশ্ববাজার এখন ৩০ বিলিয়ন ডলারের। ২০২৫ সালে যা ১৩০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। এখনই যদি এর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেয়া যায় তাহলে ভবিষ্যতে এর বড় অংশীদার হতে পারবে তারা। ফ্যাশনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি সংযুক্ত থাকে এমন পোশাককে স্মার্ট পোশাক বলা হয়। কিছু পোশাকে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা পরা থাকলে স্বয়ংক্রিয়ভাবেই সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রিচার্জ হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে বিশ্বের ১৫টি দেশের ৪১ জন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। তাদের অধিকাংশই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সম্মেলনে ডিজিটালাইজেশন অব সাপ্লাই চেইন- টু কাট কস্ট অ্যান্ড রিডিইস লিড টাইম, টেকনলজি ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড এনভাইরনমেন্ট, পলিসি ডায়ালগ অন ফিউচার স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক আলোচনায় অংশ নেবেন সরকারের মন্ত্রী ও বিদেশি অতিথিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status