খেলা

অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখে উদ্বিগ্ন হিলি

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:২২ পূর্বাহ্ন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাত্র একজন- অ্যালেক্স ক্যারি। টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব-টিম পেইনরা। আর সাবেক উইকেট-রক্ষক ব্যাটসম্যান ইয়ান হিলি মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিয়ে খেলার পরিকল্পনা উল্টো ফল বয়ে আনতে পারে। বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন হ্যান্ডসকম্ব। ওই দলে থাকবেন আরো দুজন উইকেটরক্ষক- ম্যাথিউ ওয়েড ও টিম পেইন। ক্যারি ইনজুরিতে পড়লে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারবে অস্ট্রেলিয়া। কিন্তু ক্যারি যদি ম্যাচের আগমুহূর্তে কিংবা ম্যাচের শুরুতে চোট পান, তখন কী হবে? তিনি ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে আর কোনো স্পেশালিস্ট উইকেটরক্ষক নেই। ডেভিড ওয়ার্নার কিপিং করতে পারেন। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একবারই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ইতিহাসসেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের একজন ইয়ান হিলির দুশ্চিন্তা এ জায়গাতেই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৯ টেস্ট ও ১৬৮টি ওডিআই খেলা তারকা ইয়ান হিলি বলেন, ‘আমি কিছুটা উদ্বিগ্ন। আমাদের কোনো ব্যাক-আপ উইকেটরক্ষক-ব্যাটসম্যান নেই।
ক্যারি যদি ওয়ার্ম-আপ অথবা ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যে চোট পায়, তখন বেশ বাজে অবস্থায় পড়বে অস্ট্রেলিয়া।’ ক্যারির ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে ২৭ বছর বয়সী পিটার হ্যান্ডসকম্বকে পছন্দ হিলির। মাঠের নৈপুণ্যে চলতি বছরে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানদের একজন হ্যান্ডসকম্ব। ৪৩.৫৬ গড়ে রান তুলেছেন। এক সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিন ফিফটি। কিন্তু স্টিভেন স্মিথ ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি হ্যান্ডসকম্বের। দল ঘোষণার পর অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, ‘হ্যান্ডসকম্ব খুবই দুর্ভাগা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status