এক্সক্লুসিভ

গোয়াইনঘাটে ১০ পরিবারের রাস্তা বন্ধ করে দিলো সন্ত্রাসীরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:২০ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রাম গ্রামের ১০টি পরিবারের চলাচলের রাস্তা পাকা দেয়াল তৈরি করে বন্ধ করে দিয়েছে প্রতিবেশী এক পরিবার। বাড়ি ঘরের সঙ্গে গ্রামের ভেতরের সংযোগ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়াল নির্মাণ করায় বসবাসকারী ১০টি পরিবারের জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, মাদরাসা, কলেজগামী শিক্ষার্থীদের বই হাতে ওয়াল টপকাতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। এসব শিক্ষার্থীর পাশাপাশি ওই সব পরিবারের সদস্যরা দেয়াল টপকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ এমনকি মারপিটও করে । শুধু রাস্তা বন্ধ করে থেমে থাকেনি অসহায় ঐ পরিবারগুলোর মানুষজনকে এই ব্যাপারে আইনি উদ্যোগ কিংবা পুলিশি হয়রানি করলে তাদের মারপিট এমনকি হত্যার হুমকি দিয়েছে ঐ পরিবারের সদস্যরা। বিষয়টি মীমাংসায় অসহায় পরিবারগুলোর বসবাসরত দরিদ্র জনগণ স্থানীয় লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের শরণাপন্ন হলে ইউপি চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়নি সন্ত্রাসী ঐ পরিবারের সদস্যরা। উপায়ান্তর না দেখে অবশেষে ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম বাদী হয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রাম গ্রামের ছোয়াব আলী,ফয়ছল গংরা একই গ্রামের আবুল কালাম, হোসন আহমদ, সুলেমান, বশির উদ্দিন, কালাম, আতাউর রহমান, নিজাম উদ্দিন গংসহ ১০টি পরিবারের সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে ছোয়াব আলী, ফয়ছল গংরা সেখানে ইটের দেয়াল তৈরি করেছে। এই সীমানা প্রাচীরের কারণে ভুক্তভোগী ১০টি পরিবারের বসবাসকারী শতাধিক মানুষজন অবরুদ্ধ হয়ে পড়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status