এক্সক্লুসিভ

খালেদা জিয়ার জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:২০ পূর্বাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার জামিনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এর কারণেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। গতকাল সকালে কসবায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ‘বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে’ এমন মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় নিম্ন আদালত সাজা দিয়েছেন। তিনি উচ্চ আদালতে আপিল করেন। আপিলে  ৫ থেকে বাড়িয়ে ১০ বছরের সাজা হয়েছে। তিনি বলেন, দেশে আইনের শাসন আছে বলেই এসব দুর্নীতিবাজদের সাজা হয়েছে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির শাসনামলে কোনো আইনের শাসন ছিল না। যেদিন থেকে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে সেই দিন থেকে দেশে আইনের শাসন কায়েম হয়েছে। পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেন। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌল্লা খাঁন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাসের, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূইয়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আফজাল হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status