বাংলারজমিন

শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৮:৫০ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর সীমান্তবর্তী এলাকায় ও গাজীপুরের কালীগঞ্জ গুদারাঘাট এলাকায় বিভিন্ন নৌযানে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার রাতে ছয় নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ট্রলার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী। সংবাদ সম্মেলনে মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, দীর্ঘদিন রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর সীমান্তবর্তী এলাকায় ও কালীগঞ্জের গুদারাঘাট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল নৌপথে চলাচলরত বিভিন্ন ট্রলার ও বালুবাহী বাল্কহেড, পাথর ও মালামাল পরিবহনকারী বিভিন্ন নৌযান এবং ড্রেজারে নিয়মিত ডাকাতি করে আসছিল বলে র‌্যাব-১ এর কাছে সংবাদ ছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জের গুদারাঘাট এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল নৌপথে ডাকাতির প্রস্তুতিকালে সেখানে অভিযান চালায় র‌্যাব-১ এর একটি অভিযানিক দল। এ সময় নৌ ডাকাতদলের সদস্য কালীগঞ্জের দড়িসোম এলাকার মো. শাহীন, সোহেল মিয়া, উপল কবির, মো. ফয়সাল, পলাশ থানাধীন ইসলামপাড়া এলাকার সাদ্দাম হোসেন ও ডাঙ্গা কাজৈর এলাকার খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত ট্রলার, ২টি বড় ছুরি, ২টি দা, ২টি রামদা ও ২টি চাকু ও নগদ টাকা উদ্ধার করে।  

 তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীতে সক্রিয় ডাকাতির ঘটনায় দায় স্বীকার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status