বিনোদন

চলে গেলেন হাসিবুল ইসলাম মিজান

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৮:৪০ পূর্বাহ্ন

চলে গেলেন ‘তুমি আছো হৃদয়ে’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘জন্ম’, ‘কপাল’সহ বেশ কিছু জনপ্রিয় ছবির নির্মাতা হাসিবুল ইসলাম মিজান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের বনশ্রীর নিজ বাসায় হার্ট অ্যাটাক করে তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। প্রথমে সংবাদটি জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, খবরটা রাত ৮টার দিকে পেয়েছি আমি। তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন। সেই রাতে পরিচালক সমিতির পক্ষ থেকে তার বাসায় খবর নিতে যান পরিচালক কবিরুল ইসলাম রানা। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাসায় এসে জানলাম যে, সন্ধ্যায় বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ হার্ট অ্যাটাক করেন এবং পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরায়েজি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। গতকাল সকাল ১০টায় বনশ্রীতে প্রথম জানাজার পর সকাল ১১টা ৩০ মিনিটে তার মরদেহ এফডিসিতে আনা হয়। এ সময় পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, এস এ হক অলীক, চিত্রনায়ক জায়েদ খান, আরজুসহ অনেক পরিচালক, প্রযোজক, কলাকুশলী উপস্থিত ছিলেন। এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে জুমার নামাজের পর মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে তৃতীয় জানাজা শেষে তার স্ত্রী রাশিদা আক্তারের পাশে তাকে সমাহিত করা হয়। পরিবারের সদস্য বলতে তার তিন ছেলে রয়েছে। বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে মরহুমের আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, হাসিবুল ইসলাম মিজান পরিচালনা করার পাশাপাশি চিত্রনাট্যও লিখতেন। তিনি সবশেষ আরিয়ান শাহ ও কথামনি অভিনীত ‘মনে মনে প্রেম’ এবং ‘ফুলবানু’ নামের দুটি ছবি পরিচালনা করছিলেন। এরমধ্যে ‘ফুলবানু’ ছবিতে অভিনয় করেন শাহরিয়াজ ও জয়া চৌধুরী। দুটি ছবির পুরো কাজ এখনো শেষ হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status