বিশ্বজমিন

পর্তুগাল ভ্রমণে গিয়ে নিহত ২৯ জার্মান

মানবজমিন ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ২:২৩ পূর্বাহ্ন

পর্তুগালে একটি জার্মান পর্যটকবাহী বাস খাদে পরে নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। তাদের সকলেই জার্মানির নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরাতে এ দূর্ঘটনা ঘটে। এ অঞ্চলটি সাম্প্রতিক সময়ে বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
দূর্ঘটনার সময়ে বাসটিতে ৫৬ আরোহী ছিলেন। তার মধ্যে ট্যুর গাইড ছাড়া ৫৫ জনই ছিলেন জার্মান নাগরিক। রাস্তায় সংকীর্ন মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতাতেই এই ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় রাস্তার পথচারীরাও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে মাদেইরার মেয়র ফিলিপ সোসা। এছাড়া স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status