খেলা

ইউরোপা লীগের সেমিফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১২:১০ অপরাহ্ন

উয়েফা ইউরোপা লীগ কাপে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠলো চেলসি। বৃহস্পাতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্লাভিয়াকে ৪-৩ গোলে হারায় মাউরিসিও সারির শিষ্যরা। এর আগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয় পায় ব্লুরা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের সেমিফাইনালের টিকিট কাটে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুর পঞ্চম মিনিটে স্প্যানিয়ার্ড উইঙ্গার পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। ওলিভার জিরুর পাসে ডি-বক্সের ভিতর থেকে গোলরক্ষকের বোকা বানিয়ে জালে বল জড়ান পেদ্রো। ম্যাচের নবম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় চেলসির। এই গোলটা হতে পারতো পেদ্রোর। ইডেন হ্যাজার্ডের ক্রসে পেদ্রোর শট গোলপোস্টে লেগে স্লাভিয়ার আইভরিয়ান ডিফেন্ডার সাইমন ডেলির মুখে লেগে বল জালে জড়ায়। ম্যাচের ১৭তম মিনিটে অলিভার জিরুর গোলে স্কোরলাইন ৩-০ করে ব্লুরা। তবে ২৫তম মিনিটে স্লাভিয়ার হয়ে এক গোল শোধ করেন চেক মিডফিল্ডার টমাস সোচেক। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে চেলসির জালে বল জড়ান সোচেক। এর দুই মিনিট পরই পেদ্রোর গোলে ব্যবধান বাড়ায় চেলসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসনের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রো। বিরতির পর ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিলো স্লাভিয়া প্রাগ। ম্যাচে ৫১ ও ৫৪তম মিনিটে দুই গোলে শোধ করে চোখ রাঙাচ্ছিল চেক রিপাবলিকের দলটি। গোল দুটিই করেন পের্ট সেভচিক। আসরের সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status