প্রথম পাতা

জরুরি সফরে ঢাকা আসছেন ভারতের বিদেশ সচিব

মিজানুর রহমান

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

জরুরি এক সফরে ঢাকা আসছেন ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলে। মে মাসের সূচনাতে বিদেশ সচিব
সফর করতে চান বলে ঢাকায় আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে দিল্লি। কূটনৈতিক সূত্র বলছে, দিল্লির তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাপয়েনমেন্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে, সচিব গোখলে অল্প সময়ের জন্য ঢাকা যাবেন, সরকার প্রধানের সঙ্গে বৈঠকই তার একমাত্র চাওয়া। তবে সচিব সুনির্দিষ্টভাবে কী বিষয়ে আলোচনা করতে আসছেন বা দিল্লির বিশেষ কোন বার্তা পৌঁছাতে তার এ সফর কি-না? কূটনৈতিক সূত্রগুলো তা নিশ্চিত করতে পারেনি।

ঢাকার এক কূটনীতিক অবশ্য মানবজমিনকে গতকাল বলেন, ভারতে লোকসভা নির্বাচনের চলমান ভোটাভুটির মধ্যে বিদেশ সচিবের ঢাকা সফর নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ। এমন সফরে রাজনৈতিক বার্তাই আদান প্রদান হয়ে থাকে। উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়া বিজয় গোখালে প্রথম এবং সর্বশেষ বাংলাদেশ সফর করেন গত বছরের এপ্রিলে। সেটি ছিল তার গুডউইল বা পরিচিতিমূলক সফর। যদিও তার ওই সফরে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে সাক্ষাৎ ছাড়াও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হয়। একাধিক সমঝোতা স্মারকও (এমওইউ) সই করে যান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status