দেশ বিদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

 প্রতি বছরের মতো এবারও সফলতার সঙ্গে শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্‌স কমান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের যৌথ মহড়া ‘টাইগার শার্ক’। ২০০৯ সালের নভেম্বর থেকে নিয়মিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াড্‌স’ এবং যুক্তরাষ্ট্রের বিশেষায়িত দল অংশগ্রহণ করে আসছে। গত ২৪শে মার্চ এ বছরের মহড়া শুরু হয়। চট্টগ্রাম ও কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এর প্রশিক্ষণ কর্মকান্ড চলে। এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্‌স এর ২জন কর্মকর্তাসহ ৩০ জন নৌ-কমান্ডো অংশগ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গতকাল মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের উপস্থিতিতে এ মহড়ার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। চট্টগ্রামের ডাঙ্গারচরে অবস্থিত নৌ-কমান্ডো ঘাঁটি বানৌজা নির্ভীকে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ-অঞ্চল এর কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল ররার্ট মিলার উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌ-কমান্ডোরা একটি বিশেষায়িত প্রদর্শনীর আয়োজন করে। সমাপনী ভাষণে মার্কিন রাষ্ট্রদূত নৌ-কমান্ডোদের দক্ষতা ও সাহসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ-অঞ্চলের উচ্চপদস্থ নৌ-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status