দেশ বিদেশ

‘বৈশাখী টিভির মালিকানায় ডেসটিনি-ই থাকছে’

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের মালিকানা নিয়ে সাবেক পরিচালক এমএনএইচ বুলুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। ফলে বৈশাখী টেলিভিশনের মালিকানা ডেসটিনি-২০০০ লিমিটেডের কাছেই থাকছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মইনুল ইসলাম। এ সময় আদালত বলেন, শেয়ার হস্তান্তর সঠিক হয়নি এই দাবি করে হাইকোর্টে এমএনএইচ বুলু যে আবেদন করেছিলেন তা আইনের দৃষ্টিতে অচল। এ ধরনের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম এক-দশমাংশ  শেয়ারের মালিক হতে হয়। অথচ বুলু যখন দরখাস্ত করেন তার কোনো শেয়ার ছিল না। ফলে তার আবেদনটি আইনত গ্রহণীয় নয়। এদিকে গতকাল আদালতে বৈশাখী টিভির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর মালিকানা প্রশ্নের আর কোন আইনী প্রক্রিয়া নেই বলে মনে করেন ব্যারিস্টার মঈনুল ইসলাম।
জানা যায়, ২০০৮ সালে বৈশাখী টিভির শেয়ার ক্রয় করে ডেসটিনি-২০০০ লিমিটেড। এরপর ওই টিভির সাবেক পরিচালক এমএনএইচ বুলু তার শেয়ারও বিক্রয় ও হস্তান্তর করেন ডেসটিনির কাছে। কিন্তু এরপর একপর্যায়ে তিনি হাইকোর্টে কোম্পানি আইনে পৃথক দু’টি মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, আইনত তার শেয়ার হস্তান্তর করা হয়নি। তাই মালিকানায় তারও অধিকার রয়েছে। ওই দু’টি মামলায় হাইকোর্ট এমএনএইচ বুলুর পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আসে ডেসটিনির পক্ষে। ওই রায়ের বিরুদ্ধে বুলুর করা রিভিউ আবেদন করার পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গতকাল তা নিষ্পত্তি করে দেন আপিল বিভাগের বেঞ্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status