খেলা

করুণারত্নেই শ্রীলঙ্কার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

ক’দিন আগে মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনা ঘটান শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে। তার গাড়ির আঘাতে একজন আহত হন। পরে করুণারত্নেকে গ্রেপ্তার করে পুলিশ। তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। কৃতকর্মের জন্য বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারতেন করুণারত্নে। কিন্তু বাঁহাতি এই ব্যাটসম্যানের ভাগ্য সুপ্রসন্ন। এবারের বিশ্বকাপ দলে শুধু জায়গাই পাননি, শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বটাও তাকে দেয়া হয়েছে। দীর্ঘ চার বছর পর শ্রীলঙ্কা ওয়ানডে দলে জায়গা পেলেন করুণারত্নে। ৩০ বছর বয়সী করুণারত্নে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।
১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন জেফরি ভেন্ডারসে, মিলিন্ডা সিরিবর্ধনে ও জীবন মেন্ডিস। ২০১৭ সালের অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন বাঁহাতি স্পিনার সিরিবর্ধনে। লেগস্পিনার ভেন্ডারসেও তাই। লেগস্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিসের অপেক্ষাটা আরও দীর্ঘ। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শেষবার কোনো ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তাদের ভাগ্য খুললেও কপাল পুড়েছে দিনেশ চান্ডিমালের। বিশ্বকাপ দলে জায়গা মিলেনি সাবেক অধিনায়কের। তবে সুযোগ মিলেছে অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গার।
মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারাদের অবসরের পর থেকেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। গত চারটি সিরিজ তিনজন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলেছে লঙ্কানরা। দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা ছিলেন দায়িত্বে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান করুণারত্নে। আর এশিয়ার প্রথম হল হিসেবে প্রোটিয়াদের তাদের মাটিতে হারিয়ে শ্রীলঙ্কা গড়ে ইতিহাস। ২০১১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ১৭টি ওয়ানডে খেলেছেন করুণারত্নে। ব্যাট হাতে ১৩ ইনিংসে মাত্র একটি ফিফটির দেখা পেয়েছেন। ১৫.৮৩ গড়ে এ বাঁহাতির সংগ্রহ ১৯০।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুণারত্নে, আভিষ্কা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, জেফরি ভেন্ডারসে, থিসারা পেরেরা, ইসুরু ইদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্ডা সিরিবর্ধনে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status