খেলা

আমলাকে নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ দলে তার থাকা না থাকা নিয়ে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত হাশিম আমলাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। চলতি বছর ফর্মহীনতায় থাকা আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন। পাঁচ ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন তিনি।  শেষ চার টেস্ট ইনিংসে আমলার সাকুল্যে সংগ্রহ ৫১ রান। আর প্রায় একমাস ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে কেপ কোবরার হয়ে তিন ম্যাচে করেছেন মাত্র ২৮ রান। ক্যারিয়ারে ১৭৪ ওয়ানডেতে ৪৯.৭৫ গড়ে ৭৯১০ রান সংগ্রহ ৩৮ বছর বয়সী আমলার। ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারে ২৭ সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি পেয়েছেন আমলা। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন রেজা হ্যান্ড্রিকস। যথারীতি বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন লুঙ্গি এনগিডি ও আনরিচ নটজে। পেস আক্রমণে থাকবেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। স্পিন বিভাগে ৪০ বছর বয়সী ইমরান তাহিরের সঙ্গে থাকবেন তাবরিজ শামসি। আগামী ৩০শে মে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের বিশ্বকাপ মিশন।
দক্ষিণ আফ্রিকা দল
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুয়েন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিচ নটজে, আন্দিলে ফেলকাওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, ফন ডার ডুসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status