খেলা

সিটিকে পুড়িয়ে সেমিতে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

ম্যাচের শুরুর ১০ মিনিটেই চার গোল! ২১তম মিনিটে স্কোর লাইন দাঁড়ালো ৩-২এ। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগুনে ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে হার দেখে টটেনহ্যাম হটস্পার। তবে অ্যাওয়ে গোলের কল্যাণে দুই লেগ মিলিয়ে ৪-৪ এগ্রিগেটে সেমিফাইনালের টিকিট কাটে কোচ মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যামই। নিজ মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় দেখেছিল স্পাররা। কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের ৪ গোলের তিনটিই পেয়েছেন কোরিয়ান স্ট্রাইকার সন হিউং মিন। দ্বিতীয় লেগের খেলা শেষে ‘ভিএআর’ বিতর্কে সর্বত্রে চলছে আলোচনা সমালোচনা। ম্যাচের ৭৩তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ারের কর্নার কিক থেকে উড়ে আসা বল স্প্যানিয়ার্ড স্ট্রাইকার ফার্নান্দো ইয়োরেন্তের গায়ে লেগে সিটিজেনদের জালে জড়ায়। তাতে স্কোরলাইন ৪-৩ করে স্পাররা। কিন্তু বলটি ইয়োরেন্তের হাতে লেগেছে- সিটির খেলোয়াড়রা এমন দাবি করলে ভিএআরে সাহায্য নেন ম্যাচ রেফারি। পরে গোলের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকেন রেফারি। টটেনহ্যামের বিপক্ষে হেরে চলতি মৌসুমে ‘কোয়াড্রপল’-এর স্বপ্ন শেষ সিটিজেনদের। আর ১৯৬১-৬২ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠলো টটেনহ্যাম। সেবার তৎকালীন ইউরোপিয়ান কাপের (বর্তমানে চ্যাম্পিয়ন্স লীগ) সেমিফাইনালে উঠেছিল স্পাররা। এবার সেমিফাইনালে টটেনহ্যাম ডাচ দল আয়াক্স আমস্টারডামের মুখোমুখি হবে। শেষ দুই রাউন্ডে গত টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে সেমির টিকিট কাটে আয়াক্স।
বুধবার ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে শ্বারুদ্ধকর ম্যাচের শুরুর ২১ মিনিটে পাঁচ গোল করে দুদল। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে কম সময়ে মধ্যে পাঁচ গোলের রেকর্ড এটি। গোল পাল্টা গোলের ম্যাচে উত্তেজনা ছড়ায় খেলার শেষ মিনিট পর্যন্ত। ৪-৩ স্কোরলাইন নিয়ে ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) টটেনহ্যামের জাল কাঁপান রাহিম স্টার্লিং। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস গোল আদায় করেন সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। তিন মিনিট পর গোল নিয়ে টটেনহ্যামকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন। ম্যাচের দশম মিনিটে ফের হিউং-মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এশিয়ান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে সর্বাধিক ১২ গোলের মালিক এখন সন হিউং-মিন। এর আগে উজবেকিস্তানের স্ট্রাইকার মাকসিম শাতস্কিখ ১১ গোল করেন ডায়নামো কিয়েভের হয়ে। ম্যাচের ১১তম মিনিটে সিটিজেনদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার বের্নাদো সিলভা। ২১তম মিনিটে ডি ব্রুইনার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাহিম স্টার্লিং। নিজ মাঠে ২০ ম্যাচে ম্যানসিটির পক্ষে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বাধিক ২৬ গোলে সরাসরি অবদান স্টার্লিংয়ের (১৯ গোল, ৭ অ্যাসিস্ট)। ম্যাচের ৫৯ মিনিটে আগুয়েরোর গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। আগামী শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে আবারো টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।
সেমিফাইনালের লাইনআপ
টটেনহ্যাম-আয়াক্স প্রথম লেগ, ৩০শে এপ্রিল
বার্সেলোনা-লিভারপুল প্রথম লেগ, ১লা মে
লিভারপুল-বার্সেলোনা দ্বিতীয় লেগ, ৭ই মে
আয়াক্স-টটেনহ্যাম দ্বিতীয় লেগ, ৮ই মে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status