এক্সক্লুসিভ

গাজীপুরে কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:০৮ পূর্বাহ্ন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্রী শারমিন আক্তার লিজাকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হত্যাকারী রাজুসহ ৫ জনের নামে। ১০দিনের রিমান্ড আবেদনসহ ঘটনাস্থল থেকে ছুরিসহ গ্রেপ্তার হওয়া রাজুকে আদালতে পাঠানো হয় বৃহস্পতিবার দুপুরে। নিহত ছাত্রীর পরিবারে চলছে আহাজারি। লিজাকে হারিয়ে মা অনেকটা নির্বাক পাথর হয়ে গেছেন। বুক চাপড়ে শুধুই বিচার চাইছেন বাবা।
কিছুতেই প্রেমের প্রস্তাবে রাজি করাতে না পেরে বুধবার দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে কোনাবাড়ী কাঁচাবাজারের পাশে ছুরিকাঘাত করলে মারা যায় লিজা। ছাত্রী খুনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে সহপাঠীসহ আশেপাশের কলেজ ও স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ। বৃহস্পতিবার দুপুরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে কোনাবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় লিংকন মেমোরিয়াল কলেজ, কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধের পর পুলিশ আসামিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। শিক্ষার্থীদের পাশাপাশি এসব কর্মসূচিতে যোগ দেয় এলাকার অনেক অভিভাবক ও শিক্ষকগণ। অন্যদিকে, মেয়ের শোকে অনেকটাই পাথর হয়ে গেছে মা তাসলিমা। মেয়ের বান্ধবীরা তাকে বার বার সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও কিছুতেই শান্ত হচ্ছিলেন না তিনি। আহাজারি করেই বিচার চাইছেন মা-বাবা। নিহত লিজার বাবা শফিকুল ইসলাম শাফি বুক চাপড়ে বলছেন, আর কোনো বাবার বুক যেন খালি না হয়। মেয়েকে যেমন কষ্ট দিয়ে খুন করা হয়েছে তেমন কষ্ট দিয়েই যেন খুনিকে হত্যা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদ হোসেন জানান, হত্যার ঘটনায়  গ্রেপ্তার হওয়া মোস্তাকিন রহমান রাজুকে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বাকি আসামিদের গ্রেপ্তার ও সবাইকে বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তির প্রক্রিয়া চলছে। রাজুকে রিমান্ডে এনে ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি-না তা বের করা হবে বলে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার শফিকুল ইসলাম শাফির মেয়ে ক্যামব্রিজ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী লিজাকে একই এলাকায় বসবাসকারী লিংকন  মেমোরিয়াল কলেজের ছাত্র মোস্তাকিন রাজু বছরখানেক ধরে উত্ত্যক্ত করে আসছিল। এর আগে লিজার মা-বাবা রাজুকে বুঝিয়ে-সুঝিয়ে নিবৃত করেছেন অনেকবার। মেয়ের মা’র কাছে কয়েকবার ক্ষমাও চেয়েছে রাজু।
গত বুধবার সকালে বর্ষ উত্তীর্ণ পরীক্ষা দিতে কলেজে যায় শারমিন আক্তার লিজা। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে  কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে পৌঁছালে মুস্তাকিন রাজু তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারমিনকে ছুরিকাঘাত করে মুস্তাকিন। পরে গুরুতর অবস্থায় শারমিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। ওই সময় স্থানীয়রা মোস্তাকিন রাজুকে আটক করে পুলিশে দেয়। এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না কেউই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status