বিশ্বজমিন

মোদির হেলিকপ্টারে তল্লাশি, কর্মকর্তা বরখাস্ত

মানবজমিন ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় তাকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশির অভিযোগে একজন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। তার নাম মোহাম্মদ মোহসিন। তিনি ভারতের প্রশাসনিক খাতের ১৯৯৬ ব্যাচের একজন কর্মকর্তা। তাকে ওড়িশার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। মিডিয়ায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

বুধবার রাতে নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশ ইস্যু করা হয়েছে তার প্রতি। তাতে বলা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেন নি। এতে বলা হয়, সম্বলপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারে চেকিং নির্বাচন কমিশনের গাইডলাইনের আওতাভুক্ত নয়। কারণ, স্পেশাল প্রটেকশন গ্রুপ এমন চেকিংয়ের বাইরে।

নরেন্দ্র মোদি মঙ্গলবার সম্বলপুর সফরের একদিন পরেই ওই কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হলো। ডিস্ট্রিক্ট কালেকটর এবং পুলিশের উপ ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, মোহসিনের ওই তল্লাশির কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটির উড্ডয়ন প্রায় ১৫ মিনিট বিলম্বিত হয়।
মঙ্গলবার রাউরকেলায় নির্বাচন কমিশনের ফ্লাইট স্কোয়াডের ব্যক্তিরা তল্লাশি করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের হেলিকপ্টারও। একই দিনে একই রকম তল্লাশি করা হয়েছে ভারতের জ্বালানি বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হেলিকপ্টারেও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status