খেলা

ম্যানসিটিকে বিদায় করে সেমিতে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৯ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে হার দেখেছে টটেনহ্যাম হটস্পার। কিন্তু অ্যাওয়ে গোলের কল্যাণে দুই লেগ মিলিয়ে ৪-৪ অগ্রিগেটে সেমিফাইনালের টিকিট কাটলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এতে চলতি মৌসুমে ‘কোয়াড্রপল’-এর স্বপ্ন এখানে শেষ সিটিজেনদের। বুধবার ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের মাথায় মোট চার গোল দেখে ফুটবলপ্রেমিরা। গোল পাল্টা গোলের ম্যাচে উত্তেজনা ছাড়িয়েছে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। ৪-৩ স্কোরলাইন নিয়ে ম্যাচের যোগ করা সময়ে টটেনহ্যামের জাল কাঁপান আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তাতে উল্লাসে মাতে পুরো ইতিহাদ। কিন্তু ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করে রেফারি।

ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল পান ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ডি-বক্সের ভিতরে দুর্দান্ত শটে টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে বল জালে জড়ান এই ইংলিশ ফরোয়ার্ড। এর তিন মিনিট পর টটেনহ্যামকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সান হিউং-মিন। ক্রিস্টিয়ান এরিকসেনের পাস থেকে ৮ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন সান হিউং-মিন। আর দশম মিনিটে ফের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সান হিউং-মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এর এক মিনিট পরই সিটিজেরদের সমতায় ফেরান বের্নাদো সিলভা। ম্যাচের ২১তম মিনিটে ডি ব্রুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাহিম স্টার্লিং। ম্যাচের ৫১তম মিনিটে স্টার্লিংয়ের শট ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক বঞ্চিত করেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ম্যাচের ৫৯ মিনিটে আগুয়েরো গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের ৭৩তম মিনিটে সিটিজেনদের মন ভাঙেন ফের্নান্দো লরেন্তে। কর্নার থেকে উড়ে আসা বল লরেন্তের গায়ে লেগে জালে জড়ায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status