দেশ বিদেশ

টিএসসিতে কবিতায় নুসরাত হত্যার প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

 ‘জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়, সকালে-বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়!, চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়, আমাদের শুধু মোম হাতে নীরব থাকার দায়..’ গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে আবৃত্তি শিল্পী হাসান আরিফের প্রযোজনায় ‘ফুঁসছে বাংলাদেশ’ শিরোনামে এ কোরাস যেন নারীকে ফের জাগ্রত হওয়ার অবয়ব দিচ্ছে। বলছে চুপ নয়, নারী তুমি চিৎকার কর, প্রতিবাদ করবে সব অন্যায়ের। নুসরাত হত্যার প্রতিবাদ ও যৌন নিপীড়ন বিরোধী আবৃত্তি এ সমাবেশের আয়োজন করে আবৃত্তি সংগঠন স্বরশ্রুতি। এতে কবিতা আবৃত্তি করেন- হাসান আরিফ, ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম, আজহারুল হক আজাদ, ফয়জুল আলম পাপ্পু, তামান্না তিথি, নাজমুল আহসান, নাসিমা খান বকুল, আহসান উল্লাহ তমাল, তাহেরা আফরোজ, মাসুম আজিজুল বাসার, মাহমুদুল হাকিম তানভীর, ফারজানা নাজনীন ফ্লোরা এবং রশিদ কামালসহ স্বরশ্রুতির সদস্যরা। আয়োজকরা বলেন, সমপ্রতি ফেনীর নুসরাতসহ নারীর প্রতি যে নিপীড়ন চলছে তার প্রতিবাদে আমরা এ আবৃত্তি সমাবেশের আয়োজন করছি। আজ স্কুল, কলেজ, মাদরাসা কোথায়ও নারী নিরাপদ নয়। দেশের সর্বত্র নারীর প্রতি যৌন নিপীড়ন চলছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই নারীর জন্য নিরাপদ একটি সমাজ। যেখানে নারীকে পুরুষের লালসার শিকার হতে হবে না। নারী-পুরুষ সকলে সমানভাবে সমান মর্যাদা নিয়ে বাঁচবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status