খেলা

নিজের তৃতীয় বিশ্বকাপে প্রস্তুত রুবেল

স্পোর্টস রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ দলে অভিজ্ঞদের মধ্যে অন্যতম নাম পেসার রুবেল হোসেন। দলের হয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তিনি। গেল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানোর নায়কও ছিলেন রুবেল। আর সেই ম্যাচ জিতেই টাইগাররা কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ করে নেয়। এবারও প্রস্তুত রুবেল হোসেন। তবে আছে ইনজুরি সমস্যা। এরপর নিজের সেরাটা দিয়েই দলের জন্য দায়িত্ব পালন করতে চান। নিজের বিশ্বকাপ নিয়ে রুবেল বলেন, ‘দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। আমি যদি আলহামদুলিল্লাহ সুস্থভাবে যেতে পারি তাহলে এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। সুতরাং অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে এবং আছে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো স্মরণ করার চেষ্টা করবো। আর ভালো খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ।’ ইংল্যান্ডে বিশ্বকাপ, তাই কন্ডিশন ভীষণ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইংলিশ কন্ডিশন পেসারদের জন্য স্বর্গ। তাই রুবেল হোসেনের জন্য রয়েছে বাড়তি চ্যালেঞ্জ। কন্ডিশন নিয়ে রুবেল বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে আসলে আমরা অনেক খেলেছি। আমরা খুব ভালোভাবেই জানি যে ওখানকার কন্ডিশনে আমাদের কি করতে হবে। বিশেষ করে বোলারদের। কারণ ঐ ধরণের কন্ডিশনে কিছু কিছু উইকেট থাকে যেখানে বোলারদের হেল্প থাকে, আবার কিছু উইকেট ব্যাটিং সহায়ক। আসলে আমাদের সেটি মানিয়ে নিতে হবে। আর ওখানে আমরা অনেক প্রস্তুতির সুযোগ পাবো আর এটি অনেক লম্বা একটি সফর আমরা সবাই জানি। আর ভালো স্মৃতিগুলো অবশ্যই মনে থাকবে। অবশ্যই ভালো একটি স্পেল করার আপ্রাণ চেষ্টা করবো। যখনই হোক আমি বোলিংয়ে সেরাটা দেয়ার চেষ্টা করবো।’ অন্যদিকে তরুণ পেসার তাসকিন আহমেদের থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন একজন কার্যকর পেসার দলে না থাকায় রুবেলেরও মন খারাপ। তবে বাস্তবতা মানতেই হবে। ইনজুরির কারণে দীর্ঘদিন আর্ন্তজাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন এই পেসার। আর তার বাদ পড়ার এটাই মূল কারণ। রুবেল বলেন, ‘তাসকিন অনেক ভালো বোলার। তবে এটি সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করে। আর বিশ্বকাপ একটি অনেক বড় টুর্নামেন্ট। সুতরাং এখানে আমার আসলে বলার কিছু নেই। অবশ্যই আমার খারাপ লাগছে (তাসকিন না থাকায়)। সে বিপিএলটি অনেক ভালো খেলেছিল, ইনজুরিতে পড়েছে আবার। আসলে এটি ব্যাডলাক ওর জন্য।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status