খেলা

ইংল্যান্ড দল ঘোষণা বাদ পড়েও আলোচনায় আর্চার

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের পর বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড। নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপ দলে জায়গা হয়নি আলোচিত ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারের। গত মার্চে দেশটির নতুন অভিবাসন আইনে ইংল্যান্ডের জাতীয় দলে খেলার অনুমতি পান বার্বাডোসের এই ক্রিকেটার। এর পর ইংলিশ গণমাধ্যমে আর্চারের বিশ্বকাপ দলে সুযোগ নিয়ে আলোচনা শুরু হয়। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন আর্চার। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচজয়ী চার ওভারের স্পেলে  মাত্র ১৫ রানে তিন উইকেট নেন তিনি। তবে বিশ্বকাপের স্বপ্ন এখনি শেষ হয়ে যায়নি আর্চারের। আয়ারল্যান্ড ও  পাকিস্তানের বিপক্ষে সিরিজের ইংল্যান্ড দলে রাখা হয়েছে আর্চারকে। এই দুই সিরিজে দারুণ কিছু করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পেতে পারেন আর্চার। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল হলেও আগামী ২৩শে মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন এউইন মরগান। আর দলের পেস বিভাগ সামলাবেন লিয়াম প্লাংকেট, মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি, টম কারেন এবং বেন স্টোকস। স্পিন বিভাগের দায়িত্বে আছেন আদিল রশিদ, মঈন আলী ও জো ডেনলি। আগামী ৫ই মে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড দলের প্রধান নির্বাচক এড স্মিথ বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী ২৩শে এপ্রিলের আগে আমরা প্রাথমিক দল ঘোষণা করলাম। পাকিস্তানের বিপক্ষের সিরিজের পর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবো আমরা। আগামী ৩০শে মে দক্ষিণ আফ্রিকার বিপেক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে ২৫শে এপ্রিল অস্ট্রেলিয়া ও ২৭শে এপ্রিল আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status