বাংলারজমিন

কিশোরগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:০১ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জে বৈশাখী মেলায় ঝগড়াকে কেন্দ্র করে সাগর মিয়া নামে ১২-১৩ বছরের এক কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের গাইটাল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের রাস্তায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সাগর মিয়া শহরের হারুয়া সওদাগর পাড়া এলাকার মো. বকুল মিয়ার ছেলে। সে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ এলাকায় কোরআন শরীফ, টুপি ও মোমবাতি বিক্রি করতো। গত বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহত সাগরের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে লাশ নিয়ে বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে দুপুর একটার দিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে শহরের হারুয়া এলাকা থেকে বিভিন্ন বয়সী কয়েক শ’ নারী-পুরুষ নিহতের লাশ নিয়ে মিছিল বের করেন। মিছিলটি আখড়াবাজার মোড়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিলটি পুরাতন স্টেডিয়াম পার হয়ে শহরের বটতলা অতিক্রম করার সময় বিপুল সংখ্যক পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা গুরুদয়াল সরকারি কলেজ সড়কে অবস্থান নেন। পরে কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হারুয়া এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন। বিক্ষোভকারীরা তাদের সঙ্গে থাকা ব্যানারে সাগর হত্যার জন্য মূল অভিযুক্ত হিসেবে হারুয়া এলাকার আবু হানিফ ওরফে হাছু ডাকাত এবং তার পাঁচ সহযোগী দুদুল, সাফি, বাবু, শহীদ ও জিমেলকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে জানাজা ও দাফন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status