বাংলারজমিন

পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

সরকার ঘোষিত ২০শে মে থেকে ২৩শে জুন পর্যন্ত সাধারণ জেলেদের মাছ ধরা নিষেধ আইন বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে কয়েক শতাধিক জেলে ও মৎস্যজীবী। গতকাল বুধবার শহরের টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল কৃষ্ণ দাস, মৎস্যজীবী লীগের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কালাম শেখ, আ. মান্নান হাওলাদার, ইন্দুরকানীর আ. হামিদ জোমাদ্দার, দপ্তর সম্পাদক আবু সাফায়েত প্রমুখ।
নেত্রকোনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নেত্রকোনা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র বিধবা হয়েও শ্রমিকের কাজ করে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করায় গ্রামের রত্নগর্ভা ৯ জন মা ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।  সমাজের হতদরিদ্র অসহায় মা ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনা দিতেই বুধবার নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে।
বেসরকারি প্রতিষ্ঠান স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রত্নগর্ভা মা ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, অধ্যাপক মতীন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রমুখ।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status