বাংলারজমিন

নোবিপ্রবি ভিসির তুরস্ক-জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসির তুরস্ক ও জাপান সফরে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘এমওইউ’ স্বাক্ষরিত হওয়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,  কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সৈয়দ আতিকুল ইসলাম, আইআইএস এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ-আল-মামুন, আইআইটি এর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এমডি. মাসুদ রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসীন, অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ডা. মো. মোখলেস-উজ-জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরের পরিচালক এ এইচ এম নিজামউদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উপাচার্য বলেন,  সমাবর্তনের পরদিন রাতেই আমি তুরস্ক যাই। ২৭শে ফেব্রুয়ারি ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ স্বাক্ষরিত হয়। ওই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেক্টর (উপাচার্য) ড. মেহমেত কারাজা। ২৮ মার্চ  থেকে ৮ই এপ্রিল পর্যন্ত আমি জাপানের একাধিক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান সফর করি। এ সফরে নোবিপ্রবি ও জাপানের উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের (টঃংঁহড়সরুধ টহরাবৎংরঃু) মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়। চুক্তিতে  আমি  নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করি অপরদিকে উতসোনোমিয়ার পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. মিয়োশু আয়ামা।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status