বাংলারজমিন

রাজনগরে স্কুল নিয়ে বিরোধ, দুই পক্ষের পাল্টাপাল্টি

মৌলভীবাজার ও রাজনগর প্রতিনিধি

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি বিদ্যালয়ের নামকরণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এনিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছেন। টেংরা ইউপি চেয়ারম্যানের নামে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। অপরদিকে রাজনগর থানায় মামলা করেছেন টিপু খান। এদিকে গতকাল চেয়ারম্যানের পক্ষে সকাল ১১টায় টেংরা ইউনিয়নের সামনে মানববন্ধন পালন করা হয়েছে। অপরদিকে একইদিন দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ভূমি দাতার পক্ষের লোকজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি আবুল ফয়েজ (ফয়েজ মাস্টার)। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চলতি বছরের প্রথম দিকে (৩১শে জানুয়ারি) নবপ্রতিষ্ঠিত টেংরাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভায় শালন নিবাসী আমেরিকা প্রবাসী মো. আরজান খান বিদ্যালয়ের জন্য ৭৫ শতাংশ ভূমি দান করার সিদ্ধান্ত নেয়ায় বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়’ নামকরণের সিদ্ধান্ত হয় এবং পত্রিকায় নাম পরিবর্তনের বিজ্ঞপ্তিও ছাপা হয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিপু খানসহ অন্যরা পরবর্তীতে এর বিরোধিতা করে বিদ্যালয়ে আরজান খান নামের সাইনবোর্ড নামিয়ে ফেলেন এবং বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এই ঘটনায় মৌলভীবাজার আদালতে পিটিশন মামলা দায়ের করেন বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি আবুল ফয়েজ। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন করা হয়েছে। টেংরা ইউনিয়নের ওয়ার্ডের নারী-পুরুষ বিভিন্ন ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন। গতকাল সকাল ১১টার সময় টেংরা ইউনিয়নের পরিষদের সামনে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আছকির খান, ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল খান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাম্মু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status