বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৩
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত একটি গরু বোঝাই ভুটভুটির চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩ জন গরুর ব্যাপারী আহত হয়েছেন। মারা গেছে ২টি গরু। নিহতরা হলেন- ভুটভুটির চালক কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে সূর্য্য মিয়ার (৩৫) নাম জানা গেলেও অপর ২ গরু ব্যাপারীর নাম জানা যায়নি। গতকাল দুপুর দেড়টার দিকে কামারখন্দ উপজেলার কয়েলগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ঘটনার সময় গরু বোঝাই ভুটভুটিটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে ভুটভুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভুটভুটির চালক ও ২টি গরু মারা যায়। আহত অবস্থায় স্থানীয়রা ৫ ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর গরুর ২ ব্যাপারীর মৃত্যু হয়।

ঝিনাইদহে ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অনিক হোসেন (৮) নামের এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় অনিক নিহত হয় এবং খড়িখালি দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ উল্টে আনিচুর রহমান নামের একজন নিহত হয়। অপরদিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রউফ মোল্লা জানান, সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ ভ্যান উল্টে বাঘার পাড়া উপজেলার দহখোলা গ্রামের আনিচুর রহমান নামের একজন নিহত হয়। এ সময় সোহরাব হোসেন নামের আরেকজন আহত হয়।

কলমাকান্দায় ১
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর ব্রিজ সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১ যাত্রী নিহত এবং ৬ জন আহত হয়েছে। শনিবার সকাল দিকে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকের নিহত যাত্রী রণজিৎ ঘোষাল (৬৭) বাড়ি উপজেলার বড়খাপন ইউনিয়নের রানাগাঁও গ্রামে।
মিঠাপুকুরে ডিবি’র কর্মকর্তা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় জিতেন্দ্র নাথ (৩৫) নামে ডিবি পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বদলীপুকুর এলকার পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status