বাংলারজমিন

রাজশাহী বিভাগের ২৭ উপজেলা চেয়ারম্যানের শপথ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

 প্রথম ধাপে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের ৮ জেলার ২৭টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এদিকে, বিভাগের ৮ জেলার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী থেকে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোরে লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়ায় জিএম হিরা বাচ্চু, বাগমারায় অনিল কুমার সরকার, দুর্গাপুরে নজরুল ইসলাম, চারঘাটে ফকরুল ইসলাম, বাঘায় লায়েব উদ্দিন লাভলু ও  মোহনপুরে আবদুস সালাম শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রসঙ্গত, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর ৮ উপজেলায় গত ১০ই মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী জেলায় ৮ জন, জয়পুরহাটে ৫ জন, সিরাজগঞ্জে ৮ জন ও নাটোরে ৬ জন মিলে ২৭ জন চেয়ারম্যান নির্বাচিত হন। রাজশাহীর ৯ উপজেলার মধ্যে- মোহনপুর, তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী, বাঘা, পুঠিয়া, চারঘাট ও বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতায় রাজশাহীর পবা উপজেলার  ভোটগ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status