বাংলারজমিন

দাগনভূঁইয়ায় গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

ফেনী প্রতিনিধি

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

ফেনীর দাগনভূঁইয়ায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ডাকাত। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মাতুভূঁইয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরাফাত সোহাগ জানান, গত শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরি গ্রামের মোল্লা বাড়ির তাজ উদ্দিনের ঘরে হামলা করে মালামাল লুট করে। পরে ডাকাতদল ছোট ফেনী নদী পার হয়ে দাগনভূঁইয়া উপজেলার উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট হেদায়েত উল্যা ম্যানেজারের ঘরে প্রবেশ করে। এসময় তারা মালামাল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন শৌর-চিৎকার শুরু করে। একপর্যায়ে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে ডাকাতদের ধাওয়া করে। এতে ৯ সদস্যের ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়। এসময় ডাকাতরা গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এসময় মনোয়ার হোসেন নামে এক ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ আরো জানায়, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মো. সোহাগ ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status