বাংলারজমিন

বৈশাখী ভাতা পেলেন না ওসমানীনগরের শিক্ষকরা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৮:৪২ পূর্বাহ্ন

সরকার প্রথমবারের মতো দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা প্রদান করেছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নববর্ষের আগে ভাতার টাকা পাননি সিলেটের ওসমানীনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। নববর্ষের আগে ভাতার টাকা না পাওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষক-কর্মচারীদের মধ্যে। জানা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রথমবার বৈশাখী ভাতা পাচ্ছেন শিক্ষকরা। বিষয়টি খুব আনন্দের হলেও ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগরের শিক্ষকদের  সেই আনন্দ কেড়ে নিয়েছে। গত ৯ই এপ্রিল টাকা বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার টাকা ছাড় দেয় শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে ভাতার টাকা উত্তোলনের শেষ তারিখ ধার্য ছিল ১১ই এপ্রিল। কিন্তু  ওসমানীনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার টাকা শেষ তারিখেও দিতে পারেনি জনতা ব্যাংক তাজপুর শাখা। ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিক্ষকদের নববর্ষের আনন্দে ভাটা পড়েছে। নববর্ষের পরে শিক্ষকদের ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হবে। একই অবস্থা মাদরাসা শিক্ষকদেরও। শুধু ভাতা নয়, ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিভিন্ন সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে বেতনও পান না শিক্ষকরা। ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতাকে শিক্ষকদের প্রতি চরম অবহেলা বলে মনে করছেন ক্ষুব্ধ শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল লেইছ বলেন, সরকার নববর্ষের জন্য শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রদান করলেও ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নববর্ষের আগে ভাতার টাকা পাইনি। বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে বেতনও পাওয়া যায় না। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ শিক্ষকদের প্রতি চরম অবহেলার শামিল। এমন অবহেলার ইতি টানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। জনতা ব্যাংক তাজপুর শাখার ব্যবস্থাপক সুভাশিষ চক্রবর্ত্তী বলেন, ১১ই এপ্রিল শেষ তারিখ ধার্য থাকলেও ঐদিন পর্যন্ত ব্যাংকের শাখায় ভাতার টাকা পৌঁছায়নি বলে আমরা শিক্ষকদের টাকা দিতে পারিনি। সিলেটের সবক’টি উপজেলায় একই অবস্থা ছিল বলে জানান তিনি। সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন বলেন, শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান সরকারের একটি মহতি উদ্যোগ। কিন্তু কি কারণে ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে শিক্ষকদের ভাতার টাকা দিতে পারেনি সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status