শিক্ষাঙ্গন

৫২ বছরে মাত্র চার সমাবর্তন চবিতে

রাহাত মাহমুদ খান, চবি থেকে

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৮:৩২ পূর্বাহ্ন

কালো গাউনের অধরা স্বপ্ন বুকে নিয়েই বিদায় নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিকাংশ শিক্ষার্থী। সাবেক হয়ে যাওয়া সকল শিক্ষার্থীরই ইচ্ছে ছিল গায়ে কালো গাউন জড়িয়ে আকাশে ক্যাপ উড়িয়ে দেওয়া। কিন্তু তা অধরাই থেকে যাচ্ছে সদ্য বিদায় নেওয়া শিক্ষার্থীদের। একমাত্র কারণ হলো অনিয়মিত সমাবর্তন। চবির ৫২ বছর পার হলেও সমাবর্তনের সংখ্যা ৪-এ আটকে আছে। গড়ে ১৩ বছরে পড়েছে মাত্র একবার করে। সমাবর্তন নিয়ে সাবেক-বর্তমান সকল ছাত্রছাত্রীর কণ্ঠেই হতাশার ছাপ। জানা যায়, প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরে ১৯৯৯ সালে দ্বিতীয় এবং ২০০৮ সালে তৃতীয় সমাবর্তন হয়। সর্বশেষ ২০১৬ সালের ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ সমাবর্তনে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ পিএইচডি/এমফিল/এমডি, এমএস, এমফিল, এমপিএইচ (চিকিৎসা বিজ্ঞান)/এমএ (ইআইটি)/এমবিবিএস/বিডিএস/বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিজিও, ডিঅর্থ, ডিএলও, ডিসিও, ডিসিএইচ, ডিএ, ডিকার্ড, ডিডিডি (চিকিৎসা বিজ্ঞান) বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক/পাবলিক হেলথ নার্সিং/সাধারণ ডিগ্রি অর্জনকারীদের ৭১৯৪ জন গ্র্যাজুয়েট। এছাড়া ৯ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে চ্যান্সেলর পদক এবং ২৫ জনকে পিএইচডি ও ১৩ জন গবেষককে দেয়া হয় এমফিল ডিগ্রি। দীর্ঘ ৮ বছর ধরে যারা এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, পার হয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি তারা কেউ এখনো যোগ দিতে পারেননি তাদের কাঙ্ক্ষিত সমাবর্তনে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্বের সকল দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই প্রতি বছর সমাবর্তন অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে তেমনটা হয়ে উঠে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থানের কারণেও এটি কঠিন হয়ে পড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status