বাংলারজমিন

লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তান প্রসব

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৭:৫৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নাজমা আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে ৭ সন্তান প্রসব করেছেন। এর মধ্যে ৪টি মেয়ে ও ৩টি ছেলে রয়েছে। তবে জন্মের কয়েক ঘণ্টা পরেই তাদের মৃত্যু হয়। এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ১৮ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি। তিনি এই ৭ সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে। এ খবর শহরে জড়িয়ে পড়লে স্থানীয় জনতা হাসপাতালে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। ধারণা করা হচ্ছে লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। গৃহবধূ নাজমা আক্তার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পাটোয়ারী বাড়ির কৃষক রাজু আহমদের স্ত্রী। হাসপাতাল সূত্রে ও নবজাতদের স্বজনরা জানান, শুক্রবার  বিকালে গৃহবধূ নাজমা আক্তারের প্রসব ব্যথা উঠলে শহরের সিটি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এরপর রাত ১০টার দিকে কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই ৪টি মেয়ে ও ৩টি ছেলে প্রসব করেন গৃহবধূ নাজমা আক্তার। তবে শনিবার ভোরে তাদের মৃত্যু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status