ভারত

লোকসভা নির্বাচনে ভারতে ‘শতবর্ষী ক্লাব’, বিশেষ আয়োজন

মানবজমিন ডেস্ক

৬ এপ্রিল ২০১৯, শনিবার, ১:১৭ পূর্বাহ্ন

ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ‘ইয়াং ইন্ডিয়া’ বা যুবশক্তির ভারত মন্ত্রে মেতেছে। তারা দেশের শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে যুব শ্রেণিকে। কিন্তু কর্ণাটকে একটি ভিন্ন চিত্র ধরা পড়েছে। সেখানে দেড় লক্ষাধিক ভোটার আছেন, যাদের বয়স ৯০ বছরের উপরে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়েছে, ওই দেড় লক্ষাধিক মানুষের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ৫৫৭৯। ৯০ থেকে ৯৯ বছরের মধ্যে আছেন এক লাখ ৪৭ হাজার। এ ছাড়া ৭০ থেকে ৯০ বছর বয়সসীমার মধ্যে রয়েছেন আরো ৩২ লাখ ভোটার। এ রাজ্যের মোট ভাটার কমপক্ষে ৫ কোটি ১০ লাখ।

এসব প্রবীণ ভোটার যাতে আগামী ১৮ই এপ্রিল থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত স্বস্তিতে ভোটকেন্দ্রে যেয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য  সম্মান জানাতে আক্ষরিক অর্থেই লাল গালিচা বিছিয়ে দেয়ার পরিকল্পনা করেছে ভারতের নির্বাচন কমিশন। তাদেরকে হুইল চেয়ার থেকে পিকআপে করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া, আবার ফেরত দিয়ে যাওয়ার দায়িত্বও পালন করতে চাইছে কমিশন। এসব ভোটারের অনেকেই ১৯৫১ সাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। ওই ভোট হয়েছিল ভারত স্বাধীন হওয়ার পর প্রথম।
মহীসুরের ডিসি অভিরাম জি শঙ্কর বলেছেন, এসব সম্মানীত ভোটারদের হুইল চেয়ার ও পরিবহন ব্যবস্থা করে দেয়ার পাশাপাশি ভোটকেন্দ্রে স্বেচ্ছাসেবী সহায়ক রাখার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন শতবর্ষী ক্লাবের এসব সদস্যের জন্য একই রকম আয়োজন করছে। কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থা প্রবীণ নাগরিকদের জন্যও থাকবে। যদি তারা মনে করেন প্রয়োজন তাহলে তাদেরকেও দেয়া হবে একই সেবা।

ব্যাঙ্গালোর অঞ্চলে এমন শতবর্ষী ভোটার রয়েছেন ৭৩৬ জন। তার মধ্যে অন্যতম লেক্সিকোগ্রাফার প্রফেসর জি ভেঙ্কাটাসুভাইয়া, মুক্তিযোদ্ধা এইচএস দোরেস্বামী ও পরিবেশবিদ সালুমারাদা থিমাকা। একশত বছরের ওপরে বয়স এমন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তুমাকুরুতে। সেখানে এ সংখ্যা সর্বোচ্চ ৫৩৫। এর পরের অবস্থানে রয়েছে মহীসুর। সেখানে এমন ভোটারের সংখ্যা ৫৩০। আর সবচেয়ে বেশি বয়সী প্রার্থী রয়েছেন এই তুমাকুরু জেলার। তিনি হলেন ৮৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া।
এসব শতবর্ষী ক্লাসের সদস্যদের স্বস্তি দিতে, তাদের সেবা দেয়ার জন্য হাইস্কুল ছাত্রছাত্রীদের, বিশেষ করে ন্যাশনাল ক্যাডেট কোর এবং স্কাউট গাইডদের স্বেচ্ছাসেবক হিসেবে ব্যবহারের জন্য শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন মহীসুর জিলা পঞ্চায়েত প্রধান নির্বাহী কর্মকর্তা কে জ্যোতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status