ভারত

কপালে তিলক কেটে কীর্তনের আসরে কমিউনিষ্ট সেলিম

পরিতোষ পাল,কলকাতা

৩০ মার্চ ২০১৯, শনিবার, ১১:০৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। সচরাচর মসজিদে যেতেও তাকে দেখেনি কেউ। কিন্তু ভোটের বাজারে ভোটারদের মন জয় করতে আদ্যন্ত কমিউনিষ্ট সেলিমকে দেখা গেছে কপালে তিলক কেটে  কীর্তনের আসরে হাজির হতে। একটি দুটি নয়, প্রতিটি কীর্তনের আসরে তিনি হাজির থাকছেন। ব্রহ্মচারীর মত গায়ে জড়িয়ে নিচ্ছেন সাদা উত্তরীয়। মনোযোগ দিয়ে শুনলেন নেই কীর্তন।  তবে দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের এহেন ভূমিকায় অনেকেই হতভম্ব। সমর্থকদের মধ্যেও চলছে জোর আলোচনা। সেলিম অবশ্য বলেছেন, বিজেপি তো ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে। আর আমি কীর্তনের আসরে গিয়ে সবাইকে মিলনের সুতোয় গাঁথছি। তবে  বিরোধিরা রীতিমতো আক্রমণ শানিয়েছেন সেলিমকে নিয়ে। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ভন্ডামির চরম সীমা, ১০১টা ইঁদুর মেরে সাধুর বেশ ধারণ করা যায়, কিন্তু সাধু হওয়া কঠিন কাজ। এ সব ভোটের জন্য হাই পাওয়ার ড্রামা। আর তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট ভেস্তে যাওয়ায় এখন ‘ভন্ড সন্ন্যাসী’ সাজা ছাড়া পালানোর পথ নেই সেলিম সাহেবের। ওদের ভোটের বাজার খুবই খারাপ। নীতির বালাই নেই। জোট, আঁতাত, আসন রফা যাই বলুন, সব ক্ষেত্রেই ‘হচপচ’ নীতি। একেক রাজ্যে একেক রকম নীতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status