দেশ বিদেশ

দেশে ৩ কোটি লোক মূত্রতন্ত্রের সমস্যায় ভুগছেন

স্টাফ রিপোর্টার

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

দেশে কমপক্ষে ৩ কোটি লোক কোনো না কোনোভাবে মূত্রতন্ত্রের জটিলতায় ভুগছেন। এর মধ্যে ৫০ ঊর্ধ্ব বয়সী লোকদের মাঝে ৪০ শতাংশ প্রোস্টেটজনিত সমস্যায় আক্রান্ত। এ ক্ষেত্রে মেয়েদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন্স (বাউস) আয়োজিত মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক সভায় সোমবার বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর মিরপুর ৭ নং সেক্টরে এভিন্স গার্মেন্টস-এর কর্মীদের মাঝে দিনব্যাপী মূত্রতন্ত্রের রোগের ফ্রি স্ক্রিনিং, চিকিৎসা ও পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা বলেন, মূত্রতন্ত্র সংক্রান্ত রোগের মধ্যে প্রধান হচ্ছে মূত্রতন্ত্রের পাথর যা মোট ১০ থেকে ১২ সংক্রান্ত প্রোস্টেট ও কিডনি ক্যানসার হার ৩ থেকে ৫ শতাংশ এবং এ হার দিনদিন বেড়েই চলেছে। দেশে বর্তমানে ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ২৭০ জন, তাও আবার সদ্য পাসকৃত ডাক্তার সহ দক্ষ এবং বিশেষজ্ঞ ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ১০০ জন। বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সায়েন্স (বাউস)- এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন এ সভায় সভাপতিত্ব করেন এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম জামানুল ইসলাম ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক রফিকুল আবেদীন বলেন, হাসপাতালে বহির্বিভাগে শল্য বিভাগে আক্রান্ত রোগীর শতকরা ৪০ ভাগ ইউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত। এসব রোগী শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী-পুরুষেরই হয়ে থাকে। অধ্যাপক রফিকুল আবেদীন ক্রমবর্ধমান মূত্রতন্ত্রের রোগীর চাপ, এ রোগের জটিলতা এবং চিকিৎসা ব্যয়ের প্রেক্ষিতে দেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে দক্ষ জনবল, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পূর্ণাঙ্গ ইউরোলজি ইউনিট চালু করার দাবি জানান। এতে করেই মানুষকে প্রয়োজনীয় সেবা প্রদান করা সম্ভব। মূল প্রবন্ধে অধ্যাপক ডা. জামানুল ইসলাম ভূঁইয়া বলেন, মূত্রতন্ত্রের সকল রোগের চিকিৎসা আজ দেশেই সম্ভব, এসব রোগ যথাসময়ে প্রাথমিক পর্যায়ে নির্ণয় ও চিকিৎসা করা গেলে জটিলতা ও প্রাণঘাতী অবস্থা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তিনি বলেন, দীর্ঘস্থায়ী কিডনি বিকলতার হাত থেকে ২০ ভাগ রোগী রক্ষা পেতে পারেন এবং প্রায় সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন শুধুমাত্র সচেতন হয়ে সুস্থ লাইফ স্টাইল মেনে চলার মধ্য দিয়ে। ডা. জামানুল ইসলাম মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে এ রোগের চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস গঠন, পর্যাপ্ত পানি পান, প্রচুর সবজি খাওয়া, কম লবণ খাওয়া, পরিমিত মাংস খাওয়া, ধূমপান পরিহার সহ নানান পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এ ফ্রি ইউরোলজিক্যাল মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক গার্মেন্টস কর্মী বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা করানো ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে গ্রহণ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাউস-এর মহাসচিব অধ্যাপক ডা. মো. শফিকুল আলম (শামীম), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেলিন, অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) এইচ আর হারুন, ঢাকা মেডিকেলের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মিজানুর রহমান, বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ইসতিয়াক আহম্মেদ এবং বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান (দুলাল) প্রমুখ। ইন্ডাস্ট্রিয়াল পার্টনার হিসেবে সর্বাত্মক সহযোগিতা করেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লি.।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status