এক্সক্লুসিভ

সিলেটে ফের সঙ্গ বাঁধলেন বিধান-পীযূষ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:২০ পূর্বাহ্ন

ফের দাদার ঘরেই ফিরে গেলেন সিলেটের পীযূষ কান্তি দে। এক সময় দাদাই ছিলেন আশ্রয়স্থল। দীর্ঘদিন একা একা হেঁটে আবার দাদার কাছেই ফিরে গেলেন তিনি। এই দাদা হচ্ছে সিলেটের ‘বিধান দা’। পুরো নাম বিধান কুমার সাহা। সিলেটের কাশ্মীর গ্রুপের নিয়ন্ত্রক তিনি। দীর্ঘ দুই যুগ ধরে এক হাতেই তিনি নিয়ন্ত্রণ করছেন কাশ্মীর গ্রুপ। নিজেও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। সম্প্রতি গণমাধ্যমে আসা একটি ছবিতে দেখা গেছে, বিধান কুমার সাহা একটি চেয়ারে বসে আছেন। আর তার সঙ্গেই রয়েছেন পীযূষ কান্তি দে। পীযূষ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি। আগে ছাত্রলীগের নানা পদবিতে দায়িত্ব পালন করেছেন। তিনিও সিলেটে ছাত্রলীগের একটি গ্রুপ চালাচ্ছেন। যেটি সিলেটে পীযূষ গ্রুপ নামে পরিচিত। মীর্জা জাঙ্গালকেন্দ্রিক ছিল ওই গ্রুপের নিয়ন্ত্রণ। সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগের রাজনীতিতে বিধান কুমার সাহার সঙ্গে হাতেখড়ি পীযূষের। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দাদার সঙ্গে বনিবনা হচ্ছিলো না পীযূষের। এ কারণে তিনি দাদার সঙ্গ ছেড়ে নতুন গ্রুপ গড়েন। আর এই গ্রুপও সিলেটে পরিচিতি পায়। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি পীযূষের। কাশ্মীর গ্রুপের সঙ্গ ত্যাগ করার পর নানা ঘটনায় আলোচিত হন তিনি। সিলেটে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন সহ নানা ঘটনায় তিনি শিরোনামে আসেন। এতে কিছুটা বিচলিত ছিলেন পীযূষ। এরপরও বিগত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করেন। নির্বাচনেও তিনি আশানুরূপ ভোট পান। নির্বাচনের কয়েক মাস পর হঠাৎ করে গ্রেপ্তার হয়ে যান পীযূষ কান্তি দে। পুরনো একটি মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাবরণ করে মাসখানেক আগে মুক্তি পেয়েছেন পীযূষ। কিন্তু স্বস্তি পাচ্ছিলেন না। এক সময় বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত
সেনগুপ্ত ছিলেন মাথার ছায়া। সুখ, দুঃখে তার কাছেই ছুটে যেতেন পীযূষ। সেই ছায়া হারানোর পর এখন অনেকটা একা। পুরনো ঘরেই ফিরে গেলেন তিনি। বিধান কুমার সাহার সঙ্গে চালাবেন রাজনীতি। কাশ্মীর গ্রুপ ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, সোমবার রাতে নিজ গ্রুপের নেতাকর্মীদের নিয়ে বিধান কুমার সঙ্গে দেখা করেন পীযূষ কান্তি দে। এরপর মান অভিমান ভুলে বিধানও তাকে বরণ করে নেন। শুধু পীযূষ নয়, কাশ্মীর গ্রুপের সব কর্মীদের একত্রে করতে প্রয়াস চালানো হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status