অনলাইন

গোলান মালভূমি নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিবাদ বিএনপির

স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৮:৩৫ পূর্বাহ্ন

গোলান মালভূমির উপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে একটি ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির গণমাধ্যমকে বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ৪৯৭ ও ২৪২ এর পরিপন্থী। কারণ গোলান মালভূমি সবসময় স্বাধীন সিরিয়ার অংশ।

১৯৬৭ সালে সংঘটিত আরব-ইসরাইলের ৬ দিনের যুদ্ধের সময় ইসরাইল গোলান মালভূমি দখল করে নিলেও সেটা যে সিরিয়ার অংশ এটা সর্বজন স্বীকৃত। জাতিসংঘও সবসময় এটা সিরিয়ার অংশ হিসেবেই বিবেচনা করেছে। গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি দানের এ ঘটনায় বাংলাদেশ সরকারের নিরবতাও দুঃখজনক বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে- এই ইস্যুতে তাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেেিডসন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, কাতার ও লেবানন ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status