বিশ্বজমিন

ক্ষমতা ধরে রাখার চেষ্টা তেরেসা মে’র

মানবজমিন ডেস্ক

২৫ মার্চ ২০১৯, সোমবার, ১:৫১ পূর্বাহ্ন

ব্রেক্সিট ইস্যুতে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদ। তিনি ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বৃটিশ বিভিন্ন গণমাধ্যম বলছে, তার মন্ত্রীপরিষদের ভিতরেই ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে। তারা তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে ক্ষমতায় আনতে চাইছেন। এক্ষেত্রে পছন্দের তালিকায় রয়েছেন তেরেসা মের ডেপুটি ডিভিড লিডিংটন এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী মাইকেল গভ। তবে এ দু’জন এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। তেরেসা মের প্রতি আস্থা প্রকাশ করেছেন মাইকেল গভ ও লিডিংটন। মাইকেল গভ বলেছেন, ‘জাহাজের ক্যাপ্টেনকে পরিবর্তনের সময় নেই’। অন্যদিকে ডেভিড লিডিংটন বলেছেন, প্রধানমন্ত্রী তেরেসা মের প্রতি তার শতভাগ আস্থা রয়েছে। কিন্তু মিডিয়া যেসব খবর দিচ্ছে তাতে তেরেসা মের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ারই কথা।
অনলাইন স্কাই নিউজ লিখেছে, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। কিন্তু এমপিরা চাইছেন ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে। এমন এক উত্তেজনাকর অবস্থায় কঠিন একটি সপ্তাহে যাত্রা শুরু করছে বৃটেন। রোববার বিকেলে তাই প্রধানমন্ত্রী উদ্ভুত সমস্যার বিষয়ে তার কান্ট্রি হাউজ বলে পরিচিত চেকারস-এ নিজ দল কনজার্ভেটিভের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন, যেন তারা তার ব্রেক্সিট চুক্তিকে স্বাগত জানান, সমর্থন দেন। সেখানে উপস্থিত ছিলেন ব্রেক্সিটপন্থি ব্যাকবেঞ্চার হিসেবে পরিচিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, জ্যাকব রিস-মগ ও ডেভিড ডেভিস।

এই বৈঠকের সফলতা কতটুকু অর্থাৎ তিনি সদস্যদের কতটুকু আস্থায় আনতে পেরেছেন সে বিষয়ে তার অফিস থেকে কোনো ইঙ্গিত মেলে নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, এমপিরা আলোচনা করেছেন, ব্রেক্সিট ইস্যুতে তেরেসা মে পার্লামেন্টে যে পরিকল্পনা তৃতীয়বার ভোটে আনবেন তাতে পর্যাপ্ত সমর্থন আছে কিনা তা নিয়ে। এর আগে তেরেসা মে ইঙ্গিত দিয়েছেন যে, যদি তিনি দেখেন তার তৃতীয় দফা পরিকল্পনায়ও পর্যাপ্ত সমর্থন পাবেন না তাহলে হয়তো তিনি তা পার্লামেন্টের সামনে উপস্থাপন নাও করতে পারেন।
ওদিকে রোববার পত্রিকাগুলো খবর প্রকাশ করে যে, মন্ত্রীপরিষদে একটি অভ্যুত্থান চেষ্টা চলমান। তাতে প্রধানমন্ত্রী কবে ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন সে বিষয়ে চাপ প্রয়োগকারী এমপিদের সংখ্যা বাড়ছে বলে রিপোর্টে বলা হয়। এমন অবস্থায় তার ব্রেক্সিট চুক্তি যদি অনুমোদন না পায় পার্লামেন্টে, তাহলে তেরেসা মে আরো অবমাননার মুখে পড়বেন এবং তার ওপর চাপ আরো বৃদ্ধি পাবে।
এ সপ্তাহে ব্রেক্সিট চুক্তির বেশ কিছু সংশোধনীর ওপর ভোট দেয়ার কথা রয়েছে এমপিদের। এসব সংশোধনী অনুমোদন পেলে ব্রেক্সিট সম্পাদন সহজ হয়ে উঠতে পারে। তবে কনজার্ভেটিভ পার্টির সাবেক মন্ত্রী স্যার অলিভার লেটউইন ও ডোনিক গ্রিয়েভ, বিরোধী লেবার দলের হিলারি বেন মিলে একটি প্রস্তাব সামনে আনছেন। তার অধীনে সরকারের কাছ থেকে কেড়ে নেয়া হতে পারে পার্লামেন্টের নিয়ন্ত্রণ। এর ফলে ব্রেক্সিট সম্পাদনের কর্তৃত্বও সরকারের হাতছাড়া হয়ে যেতে পারে।

ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিভ বারক্লে এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এমন উদ্যোগ নেয়া হলে তাতে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে এবং একটি জাতীয় নির্বাচনের ঝুঁকি বৃদ্ধি পাবে।  ইতিমধ্যে বরিস জনসন বলেছেন, তেরেসা মেকে সমর্থন দেয়ার আগে তাকে প্রমাণ দেখাতে হবে যে ব্রেক্সিট নিয়ে দর কষাকষির পরবর্তী ধাপগুলো হবে ভিন্ন। এ বিষয়ে বরিস জনসন টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন, ‘যদি তিনি (তেরেসা মে) এমন পরিবর্তনের প্রমাণ দিতে না পারেন, তাহলে তার উচিত হবে এই চুক্তি থেকে সরে আসা এবং ব্রাসেলস ফিরে যাওয়া। তার আরো উচিত এমন কিছু শর্ত যোগ করা, যা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে থাকার পক্ষে যারা তাদের ও যারা বিপক্ষে সেই রিমেইনারস ও লিভারস, তারা উভয়েই বিশ্বাস করে।

তিনি আরো লিখেছেন, প্রয়োজন হলে বাস্তবায়নের সময়সীমা ২০২১ সালের শেষ পর্যন্ত বর্ধিত করুন। ব্যবহার করুন মুক্ত বাণিজ্য বিষয়ক সমঝোতা, ফি প্রদানের বিষয় দর কষাকষিতে।
ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিভ বারক্লে বলেছেন, যদি সরকার চায় না, এমন কোনো বিষয়ে ব্রেক্সিট ইস্যুতে এই সপ্তাহে এমপিরা ভোট দেন তাহলে নতুন নির্বাচন আসবে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে গত সপ্তাহে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদের অধীনে ইউরোপীয় ইউনিয়নের কাছে সময়সীমা বৃদ্ধির আহ্বান জানাতে বাধ্য হন। একই সঙ্গে তিনি ব্রেক্সিট সম্পাদন বিলম্বের জন্য এমপিদের দায়ী করে তার সমলোচনা করেন।

এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট নিয়ে দর কষাকষি করে দু’দফা এই প্রস্তাব বৃটিশ পার্লামেন্টের নি¤œকক্ষ হাউস অব কমন্সে উত্থাপন করেন। কিন্তু প্রতিবারই ভয়াবহভাবে পরাজিত হয়েছেন তেরেসা মে। নতুন করে তিনি এই বিলটি আবার পার্লামেন্টে তুলতে পারেন। এ বিষয়ে তিনি এমপিদের কাছে লিখেছেন। তাতে বলেছেন, যদি তাকে পর্যাপ্ত সমর্থন দেয়া হয় তাহলেই তিনি এই প্রস্তাব উত্থাপন করবেন পার্লামেন্টে।  এখন উত্তাল একটি সপ্তাহ তেরেসা মের সামনে। এখানে ব্রেক্সিট পক্রিয়ায় তিনি আরো পরাজিত হতে পারেন পার্লামেন্টে। এমন অবস্থায় তার সামনে ৬টি ভিন্ন পথ খোলা থাকতে পারে। তা হলোÑ ১. অনুচ্ছেত ৫০ বাতিল করা এবং ব্রেক্সিট প্রক্রিয়া বাতিল করে দেয়া। ২. আরেকটি গণভোটের ডাক দিতে পারেন। ৩. কানাডার স্টাইলে একটি মুক্ত বাণিজ্য চুক্তি। ৪. কোনো চুক্তি ছাড়াই  ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া। ৫. প্রধানমন্ত্রীর চুক্তিতে যুক্ত হতে পারে একটি কাস্টমস ইউনিয়ন। ৬. যুক্ত হতে পারে কাস্টমস ইউনিয়ন ও একক বাজার সুবিধা।

কি ঘটছে এ সপ্তাহে?
সোমবার: এদিন সরকারের পরিকল্পিত ব্রেক্সিটের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে বিতর্ক করবেন এমপিরা। বিতর্ক হবে বেশ কিছু সংশোধনী ও তার বিকল্প নিয়ে।
মঙ্গলবার: তেরেসা মে তৃতীয় দফা অর্থপূর্ণ ভোটের জন্য পার্লামেন্টে তুলতে পারেন ব্রেক্সিট চুক্তি। তবে যতক্ষণ  জয় নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত এমন ভোট দেয়া হবে না।
বুধবার: এদিন ইন্ডিকেটেড ভোট হবে।
বৃহস্পতিবার: অর্থপূর্ণ ভোটের জন্য আবার তোলা হতে পারে চুক্তি।
শুক্রবার: এদিনই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা বৃটেনের। তবে তা এখন ১২ই এপ্রিল হওয়ার কথা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status