অনলাইন

তৃতীয় ধাপের ১১৭ উপজেলায় ভোট আগামীকাল

অনলাইন ডেস্ক

২৩ মার্চ ২০১৯, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল রোববার ১১৭ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।  

তৃতীয় ধাপে নির্বাচনের জন্য ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে আদালতের আদেশে চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। নরসিংদী সদর ও কক্সবাজার সদরের ভোট ৩১ মার্চ চতুর্থ ধাপে গ্রহণ করা হবে। এছাড়া ৬ টি উপজেলার সবকটি পদের প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন। ফলে আগামীকাল ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে।  

সচিব বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সচিব জানান, তৃতীয় ধাপে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status