দেশ বিদেশ

চট্টগ্রামে একরাতে প্রাণ গেল ৫ জনের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৯:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে এক রাতেই প্রাণ গেল পাঁচ নারী-পুরুষের। এরমধ্যে কেউ আত্মহত্যা, কেউ সড়ক দুর্ঘটনা আবার কেউ খুন হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার রাত তিনটায় চট্টগ্রাম মহানগরের বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান গনি (২৯)। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষ্মীপুর গাজীবাড়ির আবুল খায়েরের ছেলে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় একটি রাইডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় দামপত্য কলহের জেরে মো. মোস্তাক (২২) নামে এক যুবক বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। রাতে পরিবারের লোকজন ওই যুবককে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় ফরিদুল আলমের ছেলে।
এ ছাড়া হাটহাজারী উপজেলা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে।
এদিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আবদুল মোনাফ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুল মোনাফ আনোয়ারা বরুমচড়া গ্রামে মৃত আবদুর সাত্তারের ছেলে।
বরুমচড়া ইউপি সদস্য মো. ফারুক জানান, শুক্রবার দিনগত পৌনে ১২টার দিকে চাচা আবদুল মোনাফকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন ভাতিজা জাহাঙ্গীর। রাত ১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status