খেলা

বাংলাদেশের সামনে আজ ফিলিস্তিন

স্পোর্টস রিপোর্টার

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বাছাই পর্বের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। গত শুক্রবার প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারে চূড়ান্ত পর্বে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ ফিলিস্তিনের বিপক্ষে ইতিবাচক ফল প্রয়োজন জেমি ডে’র শিষ্যদের। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে ফিলিস্তিন জানান দিয়েছে থাইল্যান্ডের টিকিট পাওয়ার অন্যতম দাবিদার তারা।
ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য বলে দিচ্ছে র‌্যাঙ্কিং। বাংলাদেশের (১৯২) চেয়ে ৯২ ধাপ এগিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি (১০০)। দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। ২০১৭ সালে ফিলিস্তিনের হেবরনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের স্মৃতিও সুখকর নয়। গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে এই ফিলিস্তিনের কাছেই ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এর আগে আরও তিনবার ফিলিস্তিনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম সাক্ষাৎ ২০০৬ সালে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ কাপে। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর ২০১১ সালে ফিফাপ্রীতি ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে পরাজিত করে মধ্যপ্রাচ্যের দেশটি। দুই বছর পর এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ১-০ গোলে ফিলিস্তিনের কাছে হার মানে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status