বাংলারজমিন

‘নদী দখলদারদের তালিকা প্রকাশ করা হবে’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

‘নদ-নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাঁচাও নদী বাঁচাও দেশ, বাঁচাও দেশের পরিবেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে ময়মনসিংহে নদ-নদী দখল ও পানি দূষণ প্রতিরোধে জন সাধারণের দায়িত্ব- সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি  সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি উদ্বোধন করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত, জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, পরিবেশ আন্দোলন নেতা খন্দকার শরীফসহ নেতৃবৃন্দ। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি মো. ইকরাম এলাহী খান সাজের সেমিনারে দেশের নদ-নদী বিষয়ে স্মারক বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম। জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, জীবন রক্ষা, পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাতে ’৭১-এর মুক্তিযুদ্ধের মতো নদী রক্ষায় যুদ্ধ করতে হবে। আগামী এক মাসের মধ্যে ব্রহ্মপুত্রসহ নদী দখলদারদের তালিকা প্রকাশ করা হবে; সেই তালিকা অনুযায়ী উচ্ছেদ হবে। বক্তারা ব্রহ্মপুত্রসহ দেশের সব নদ-নদী রক্ষা, দখল-দূষণ রোধে সরকারের উদ্যোগ আরো জোরদার করে ব্রহ্মপুত্র নদ খননের উদ্যোগ ও বরাদ্দকৃত ফান্ডের যথাযথ ব্যবহার এবং মনিটরিং এ নদী আন্দোলনের প্রতিনিধিদের জড়িত রাখার দাবিসহ ১৭ দফা জাতীয় দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান করেন। সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম মাহবুব-উল-আলমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, সদস্য সচিব মো. আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট খন্দকার আমিনুল ইসলাম টুটুলসহ নেতৃবৃন্দ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status