বাংলারজমিন

মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

শেখ বোরহান উদ্দীন (র.) ইসলামী  সোসাইটি  কর্তৃক জেলার অন্যতম মেধা যাচাই পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ বোরহান উদ্দীন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজা-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, মৌলানা মুফাজ্জল হুসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম কয়ছর। বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু। ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। টিভি বাংলার চেয়ারম্যান আলাউদ্দিন হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ বুরহান উদ্দীন (র.) ইসলামী সোসাইটি মেধা যাচাই পরীক্ষার প্রোগ্রাম চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল। অনুষ্ঠানে সংগঠনের প্রেট্রন সাংবাদিক ও সংগঠক মকিস মনসুর আহমেদ টেলি কনফারেন্সে বক্তব্য দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ফজলুল চৌধুরী, প্রোগ্রাম কো-চেয়ারম্যান রো. দুলাল হোসেন জুমান, সচিব এম. জুনেদ আহমদ। এ ছাড়া ও পরীক্ষা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম, রোটারিয়ান আতাউর রহমান, নাজমুল হুসাইন, সোহান হোসাইন হেলাল, শেখ রুমেল, সাব্বির আহমেদ, সাইফুর রহমান চৌধুরী সিরাজুল হাসান, আশরাফুল খান রুহেল, এসএম বশির, সুহিন উদ্দিন, মো. ফয়েজ, মো. আরিফ খান, সালেহ আকরাম, জুবায়ের আহমদ জুবেল, আব্দুল মুত্তাকিন শিবলু, শাহেদ তালুকদার, ফাহিম আহমদ মাহিন, মো. শাকিল প্রমুখ।

মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ১০৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও শিক্ষা উপকর বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status